
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে অন্তরর্বতী সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, সরকার আশা করে আসন্ন নির্বাচন একটি ভালো নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণশিক্ষা উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন শুধু জাতীয় সংসদ নির্বাচনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরর্বতী সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। এ বিষয়ে শুধু কথা বললেই হবে না, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই জানি ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং বর্তমান অন্তরর্বতী সরকার সেই গণঅভ্যুত্থানেরই ফসল। এই সরকার দায়িত্বে এসেছে জনগণের প্রত্যাশা ও ঘণআকাঙ্খা বাস্তবায়নের জন্য। ফলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।”
সংস্কার প্রসঙ্গে ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, সরকার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রশাসনিক, রাজনৈতিক ও বিচারিক সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে বিচার প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে। এসবের মধ্য দিয়েই সামনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে জনগণ একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার পায়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম বিশ্বাস। তিনি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জর কুমার ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.এ, কে,এম, শাহাব উদ্দিন,চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিক আহমেদ,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি,ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বানী সরদার,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসাম,জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খাইরুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকার্ত মোঃ নয়ন মিয়া, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাকলাইন হোসেন,নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম,ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী,চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃমাহমুদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান,গোমস্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃইসাহাক আলী, নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়া, ভোলাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খল্লিলুল্লাহ, জেলা মডেল মসজিদের পেস ইমাম মোঃ মুক্তার আলী। জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ঠরা উপস্থি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভার সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রচারণা, আচরণবিধি প্রতিপালন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















