
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন—এমন মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে ব্যবহার করে কিছু ছাত্রনেতা অস্বাভাবিকভাবে বিপুল অর্থের মালিক হয়েছেন। এ বিষয়ে কথা বলতে আর কেউ বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনকে যতটা কলঙ্কিত করেছে সরকার ও উপদেষ্টা পরিষদ, তার চেয়েও বেশি ক্ষতি করেছে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ছাত্র প্রতিনিধি।
তিনি আরও বলেন, সত্য প্রকাশে তারা কোনো চাপ বা প্রভাবকে গুরুত্ব দিচ্ছেন না এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও এ বিষয়ে সোচ্চার থাকবেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। এর অংশ হিসেবে শুক্রবারও সাধারণ জনগণের অংশগ্রহণে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
দৈনিক অধিকার ডেস্ক 


















