ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই যুগ পর সিলেটে তারেক রহমান, মাজার জিয়ারত ও সমাবেশ দিয়ে শুরু নির্বাচনী প্রচারণা সারা দেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার”নির্বাচনী ইশতেহার ঘোষনায় -বিএনপি প্রার্থী হারুন গণভোটের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশের পথচলা শুরু হবে-বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ শিবগঞ্জে শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান: বীরমুক্তিযোদ্ধা হাবিবুরের দাফন সম্পন্ন শিবগঞ্জে ভেজাল মসলা প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা গণভোট ও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে জোরালো বার্তা: বাংলাদেশ বেতারের কমিউনিটি ব্রডকাস্ট কার্যক্রম রাজশাহীর ছয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে মাঠে নামছেন প্রার্থীরা এই প্রথম জীবন্ত পাতায় ‘শ্বাস নেওয়া’ দেখা গেল: স্টোমাটার রহস্য উন্মোচনে নতুন যন্ত্র

গণভোটের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশের পথচলা শুরু হবে-বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ

গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর শিশু একাডেমি চত্বরে ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণে ভোটারদের উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, অতীতে আমরা নিজেরা নানা কষ্ট, বঞ্চনা ও বৈষম্যের মধ্য দিয়ে এগিয়েছি। কিন্তু আগামীর বাংলাদেশে যেন পরবর্তী প্রজন্মের সন্তানদের সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়—এই লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর শিশু একাডেমি চত্বরে আয়োজিত ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণে ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র।

বিভাগীয় কমিশনার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। গণভোটে জনগণের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হবে। দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব এখন সরাসরি জনগণের হাতে ন্যস্ত।

তিনি আরও বলেন, এই গণভোট সহিংসতা, রক্তপাত, ক্ষমতা দখলের রাজনীতি ও বারবার রাজপথে আন্দোলনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি সুযোগ সৃষ্টি করেছে। অতীতে বহু নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রকৃত অর্থে জনগণের ক্ষমতা নিশ্চিত হয়নি। জনগণের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।

ড. বজলুর রশীদ বলেন, জুলাই মাসে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তবে কিছু বিষয়ে ভিন্নমত থাকায় জনগণের মতামত জানতেই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা এবং সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, গণভোটের মাধ্যমে এমন একটি সংবিধান রচিত হবে, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে না—এই সংবিধান হবে জনগণের ও রাষ্ট্রের।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। আলোচনা পর্ব শেষে বাংলাদেশ বেতারের শিল্পীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

দুই যুগ পর সিলেটে তারেক রহমান, মাজার জিয়ারত ও সমাবেশ দিয়ে শুরু নির্বাচনী প্রচারণা

গণভোটের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশের পথচলা শুরু হবে-বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ

প্রকাশের সময়ঃ ০১:২২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, অতীতে আমরা নিজেরা নানা কষ্ট, বঞ্চনা ও বৈষম্যের মধ্য দিয়ে এগিয়েছি। কিন্তু আগামীর বাংলাদেশে যেন পরবর্তী প্রজন্মের সন্তানদের সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়—এই লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর শিশু একাডেমি চত্বরে আয়োজিত ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণে ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র।

বিভাগীয় কমিশনার বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। গণভোটে জনগণের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হবে। দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব এখন সরাসরি জনগণের হাতে ন্যস্ত।

তিনি আরও বলেন, এই গণভোট সহিংসতা, রক্তপাত, ক্ষমতা দখলের রাজনীতি ও বারবার রাজপথে আন্দোলনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি সুযোগ সৃষ্টি করেছে। অতীতে বহু নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রকৃত অর্থে জনগণের ক্ষমতা নিশ্চিত হয়নি। জনগণের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।

ড. বজলুর রশীদ বলেন, জুলাই মাসে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তবে কিছু বিষয়ে ভিন্নমত থাকায় জনগণের মতামত জানতেই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা এবং সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, গণভোটের মাধ্যমে এমন একটি সংবিধান রচিত হবে, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে না—এই সংবিধান হবে জনগণের ও রাষ্ট্রের।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। আলোচনা পর্ব শেষে বাংলাদেশ বেতারের শিল্পীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।