
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনী উঠান বৈঠককে ঘিরে ছবি তোলার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় লাঠি-সোঁটা নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমিন ফারহানা সমাবেশস্থলে পৌঁছানোর পর ছবি তোলা নিয়ে দুজন ব্যক্তির মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই উভয় পক্ষের সমর্থকেরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে লাঠি ও সোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর কেউ আহত না হলেও ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সালমান বলেন, সামান্য ছবি তোলার ঘটনাই বড় আকার ধারণ করে। লোকজন দ্রুত জড়ো হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্থানীয় সাবেক বিএনপি নেতা রাহিম মিয়া বলেন, উঠান বৈঠক শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাই বিব্রত। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 


















