ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই যুগ পর সিলেটে তারেক রহমান, মাজার জিয়ারত ও সমাবেশ দিয়ে শুরু নির্বাচনী প্রচারণা সারা দেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার”নির্বাচনী ইশতেহার ঘোষনায় -বিএনপি প্রার্থী হারুন গণভোটের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশের পথচলা শুরু হবে-বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ শিবগঞ্জে শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান: বীরমুক্তিযোদ্ধা হাবিবুরের দাফন সম্পন্ন শিবগঞ্জে ভেজাল মসলা প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা গণভোট ও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে জোরালো বার্তা: বাংলাদেশ বেতারের কমিউনিটি ব্রডকাস্ট কার্যক্রম রাজশাহীর ছয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে মাঠে নামছেন প্রার্থীরা এই প্রথম জীবন্ত পাতায় ‘শ্বাস নেওয়া’ দেখা গেল: স্টোমাটার রহস্য উন্মোচনে নতুন যন্ত্র

শিবগঞ্জে ভেজাল মসলা প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন মসলা প্রস্তুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা নষ্ট শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।

বুধবার (২১জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদনের অভিযোগে পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিল এলাকায় অবস্থিত মেসার্স রাইহান এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জব্দকৃত ১৯১ কেজি নষ্ট ও অখাদ্য শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত এবং বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন না থাকায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যবসায়ী যদি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মসলা প্রস্তুত করেন, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

দুই যুগ পর সিলেটে তারেক রহমান, মাজার জিয়ারত ও সমাবেশ দিয়ে শুরু নির্বাচনী প্রচারণা

শিবগঞ্জে ভেজাল মসলা প্রস্তুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময়ঃ ০১:০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন মসলা প্রস্তুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা নষ্ট শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।

বুধবার (২১জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদনের অভিযোগে পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিল এলাকায় অবস্থিত মেসার্স রাইহান এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জব্দকৃত ১৯১ কেজি নষ্ট ও অখাদ্য শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত এবং বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন না থাকায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যবসায়ী যদি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মসলা প্রস্তুত করেন, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে।