
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন মসলা প্রস্তুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা নষ্ট শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।
বুধবার (২১জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা উৎপাদনের অভিযোগে পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিল এলাকায় অবস্থিত মেসার্স রাইহান এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জব্দকৃত ১৯১ কেজি নষ্ট ও অখাদ্য শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত এবং বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন না থাকায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যবসায়ী যদি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মসলা প্রস্তুত করেন, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে।
নিজস্ব প্রতিবেদক 


















