
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর–টিকোশ গ্রামে পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর–টিকোশ গ্রামের বাসিন্দা এবং মরহুম ইউনুস আলীর ছেলে। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণ করে স্থানীয়রা এই বীর সন্তানকে শ্রদ্ধাভরে বিদায় জানান।
নিজস্ব প্রতিবেদক 


















