ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মাছ ধরার জালে উঠে এলো ককটেল ছবি তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত সরাইল, রুমিন ফারহানার উঠান বৈঠকে সংঘর্ষ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল মাদক উদ্ধার গ্রাহকের শত কোটি টাকা লোপাটের অভিযোগে আইসিএল এমডি শফিকুর গ্রেপ্তার নাইটগার্ড নিয়োগে রাতের আঁধারে পরীক্ষা! শৈলকুপার মাদরাসায় তোলপাড় নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত জুলাই ব্যবহার করে কিছু ছাত্র বিপুল সম্পদের মালিক হয়েছে-জাবের ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটির বেশি বরাদ্দ আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করল নির্বাচন কমিশন

নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

ছুরিকাঘাতে নিহত নজরুল ইসলাম।সংগৃহীত ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার রামসিংহপুর গ্রামের হাজী মফিজ উদ্দিনের ছেলে।

ধোবাউড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলে সন্ধ্যার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ওই অফিস বন্ধ করার জন্য চাপ দেন।

এ সময় নজরুল ইসলাম অফিস বন্ধ করতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতে নজরুল ইসলামের হত্যার বিচারের দাবিতে তার লাশ নিয়ে এরশাদ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন রুবেল সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটি পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় ধরে বিক্ষোভ চলতে থাকে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

মাছ ধরার জালে উঠে এলো ককটেল

নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

প্রকাশের সময়ঃ ০১:০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার রামসিংহপুর গ্রামের হাজী মফিজ উদ্দিনের ছেলে।

ধোবাউড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলে সন্ধ্যার দিকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ওই অফিস বন্ধ করার জন্য চাপ দেন।

এ সময় নজরুল ইসলাম অফিস বন্ধ করতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতে নজরুল ইসলামের হত্যার বিচারের দাবিতে তার লাশ নিয়ে এরশাদ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন রুবেল সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটি পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় ধরে বিক্ষোভ চলতে থাকে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানান তারা।