ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মাছ ধরার জালে উঠে এলো ককটেল ছবি তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত সরাইল, রুমিন ফারহানার উঠান বৈঠকে সংঘর্ষ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল মাদক উদ্ধার গ্রাহকের শত কোটি টাকা লোপাটের অভিযোগে আইসিএল এমডি শফিকুর গ্রেপ্তার নাইটগার্ড নিয়োগে রাতের আঁধারে পরীক্ষা! শৈলকুপার মাদরাসায় তোলপাড় নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত জুলাই ব্যবহার করে কিছু ছাত্র বিপুল সম্পদের মালিক হয়েছে-জাবের ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটির বেশি বরাদ্দ আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করল নির্বাচন কমিশন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল মাদক উদ্ধার

শুক্রবার রাতে এসব মাদক উদ্ধার করে বিজিবি-৫৯।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকসদৃশ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-১৮৩ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের সক্রিয়তার প্রমাণ দেয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

মাছ ধরার জালে উঠে এলো ককটেল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল মাদক উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকসদৃশ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-১৮৩ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের সক্রিয়তার প্রমাণ দেয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।