
১৯৭১ সালের স্বাধীনতা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, ‘১৯৭১ সালের উদ্দেশ্য ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি। ফলে প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়েছে। আবু সাঈদ ও মুগ্ধ জীবন দিয়ে প্রমাণ করেছেন– প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে। তারা জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করেছেন।’বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি কোরআন ও সুন্নাহর আইন কায়েম করার জন্য ৮ দলের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। সামনের দিনগুলোতে একটি আদর্শিক লড়াইয়ের ইঙ্গিত দেন।অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। জাতীয় সংসদ থেকে সব প্রতিষ্ঠান চলবে আল্লাহর আইনে। ইসলামবিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না।’ তিনি উপস্থিত জনতাকে হাত তুলে ওয়াদা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহর দেওয়া হাত দিয়ে সিল মারব আল্লাহর আইনের পক্ষে ওয়াদা করেন, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর আইনের পক্ষে থাকবেন।’৮ দলীয় জোটকে ইসলামী আইনের পক্ষে অভিহিত করে তিনি এটিকে ‘বাংলাদেশের ৯০ ভাগ মুসলমানের দলে পরিণত করতে’ চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা বিএনপিকে বলতে চাই, আপনারাও আসেন।’ তবে বিএনপির বিরুদ্ধে শরিয়ত আইনে অবিশ্বাস করার অভিযোগ তুলে তিনি এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন।মানুষের হক ও অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ৫ দফা দাবি মেনে নিয়ে দেশকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মহিউদ্দিন রব্বানী, নেজামে ইসলামের মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র প্রকৌশলী রাশেদ খান প্রধান প্রমুখ।নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং কিশোরগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থী ও নেতাকর্মীরা নিজ নিজ দলের ব্যানার-পোস্টার নিয়ে সমাবেশে যোগ দেন।
দৈনিক অধিকার ডেস্কঃ 






















