
চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর মালিক রবিউল আওয়ালকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত রবিউল আওয়াল সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহানন্দা নদীর তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন তথ্যের পর তাৎক্ষণিকভাবে শ্রীরামপুর ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সকেভেটর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নিজস্ব প্রতিবেদক 


















