ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্ষুব্ধ রুমিন ফারহানা ‘মন্ত্রিত্বের প্রস্তাবেও এলাকা ছাড়ব না’- রুমিন ফারহানার স্পষ্ট বার্তা মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের অধিকার সুরক্ষায় হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে ঠেকাতে কঠোর অবস্থান এনসিপির কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্যের অভিযান, পচা খেজুর মজুতে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বাসে ছিনতাই চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি-৭৯

কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর মালিক রবিউল আওয়ালকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত রবিউল আওয়াল সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহানন্দা নদীর তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন তথ্যের পর তাৎক্ষণিকভাবে শ্রীরামপুর ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সকেভেটর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জনপ্রিয় সংবাদ

মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্ষুব্ধ রুমিন ফারহানা

কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০২:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর মালিক রবিউল আওয়ালকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত রবিউল আওয়াল সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহানন্দা নদীর তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন তথ্যের পর তাৎক্ষণিকভাবে শ্রীরামপুর ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সকেভেটর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।