
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও পরিচয়পত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রেজাউল হক (৩৫) ঢাকার একটি টেক্সটাইল মিলের সুতা সরবরাহকারী হিসেবে কর্মরত। তিনি গত ১৩ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে করে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।
১৪ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে বাসটি থামলে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে বাসে ওঠে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানে একটি ধারালো হাসুয়া, একটি লাঠি, একটি ভ্যানিটি ব্যাগ, ব্যবহৃত পোশাকসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১১ প্রো (আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা), একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একাধিক ব্যাংকের চেক বই, ৮টি ভিসা কার্ড, ১টি ক্রেডিট কার্ড, ২টি প্রাইওরিটি পাস কার্ড, ১টি মোবাইল ইন্স্যুরেন্স কার্ড, নগদ ১২ হাজার টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. এনামুল হক (৪৬), মো. রুকন (৩৮) ও মো. আওয়াল (৪০)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 




















