
মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার॥
প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের বড় শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে র্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে মৌলভীবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিমা বিসর্জন ঘাটে। দূর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন এলাকায় র্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করেছে। ধর্মীয় শারদীয় দূর্গোৎসব শেষে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন উপলক্ষে র্যাব-৯, ২ অক্টোবর মৌলভীবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিমা বিসর্জন ঘাটে নিরাপত্তা জোরদার করে। টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপালন করছে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা সংশ্লিস্ট বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পাশাপাশি র্যাব-৯ সুষ্ঠুভাবে দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রেখেছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৯ এর সার্বক্ষনিক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিমও সর্বদা প্রস্তুত রয়েছে। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে র্যাব-৯ কর্তৃক উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব-৯ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।
দৈনিক অধিকার ডেস্ক 















