ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক- পলাতক বাবা লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আর ‘দুই দিন’ সময় লাগতে পারে চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল “স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন ৮ দল আমাদের আর ৮ দল থাকছে না- আরও অনেক দল জোট করার আবেদন করছে- গোলাম পরওয়ার

বিসিবি নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ আছে: আমিনুল হক

স্টাফ রিপোর্টার: শিমুল পারভেজ:-

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে সরকারের সরাসরি ও প্রকাশ্য হস্তক্ষেপের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলিস্তানের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করেছেন। তিনি কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন যেন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্রিকেট বোর্ড বাংলাদেশের সব মানুষের, এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু ক্রীড়া উপদেষ্টা তার প্রভাব খাটিয়ে বোর্ডকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, যেকোনো মূল্যে বুলবুল ভাইকে প্রেসিডেন্ট বানাবেন—এটাই প্রমাণ করে ক্রীড়াঙ্গনে সরকারের স্বেচ্ছাচারিতা কতটা গভীর।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলকিপার বলেন, “নির্বাচনে যেসব বিতর্কিত ক্লাবের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল, তাদের প্রতিনিধিরাই এখন বোর্ড পরিচালক হয়েছেন। এ থেকেই বোঝা যায় নির্বাচন কতটা প্রশ্নবিদ্ধ ছিল। আদালতে রিটকারী সংগঠকরাও এখনো আইনি প্রক্রিয়ায় রয়েছেন।”

তিনি আরও বলেন, “সরকার ও এনএসসি যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে, তাতে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। স্বাধীন ক্রীড়া সংস্থার নির্বাচনে সরকারের এমন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শেষে আমিনুল হক বলেন, “এই প্রশ্নবিদ্ধ নির্বাচন ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে, যা প্রমাণ করে পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ ও অনৈতিক। ক্রীড়াক্ষেত্রে এমন স্বেচ্ছাচারিতা স্পোর্টসম্যানশিপের পরিপন্থী এবং এটি কখনোই মেনে নেওয়া যায় না।”

 

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর

বিসিবি নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপের প্রমাণ আছে: আমিনুল হক

প্রকাশের সময়ঃ ১২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার: শিমুল পারভেজ:-

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে সরকারের সরাসরি ও প্রকাশ্য হস্তক্ষেপের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলিস্তানের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে সরাসরি প্রভাব বিস্তার করেছেন। তিনি কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন যেন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্রিকেট বোর্ড বাংলাদেশের সব মানুষের, এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু ক্রীড়া উপদেষ্টা তার প্রভাব খাটিয়ে বোর্ডকে ব্যক্তিগত নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, যেকোনো মূল্যে বুলবুল ভাইকে প্রেসিডেন্ট বানাবেন—এটাই প্রমাণ করে ক্রীড়াঙ্গনে সরকারের স্বেচ্ছাচারিতা কতটা গভীর।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলকিপার বলেন, “নির্বাচনে যেসব বিতর্কিত ক্লাবের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল, তাদের প্রতিনিধিরাই এখন বোর্ড পরিচালক হয়েছেন। এ থেকেই বোঝা যায় নির্বাচন কতটা প্রশ্নবিদ্ধ ছিল। আদালতে রিটকারী সংগঠকরাও এখনো আইনি প্রক্রিয়ায় রয়েছেন।”

তিনি আরও বলেন, “সরকার ও এনএসসি যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে, তাতে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। স্বাধীন ক্রীড়া সংস্থার নির্বাচনে সরকারের এমন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শেষে আমিনুল হক বলেন, “এই প্রশ্নবিদ্ধ নির্বাচন ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে, যা প্রমাণ করে পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ ও অনৈতিক। ক্রীড়াক্ষেত্রে এমন স্বেচ্ছাচারিতা স্পোর্টসম্যানশিপের পরিপন্থী এবং এটি কখনোই মেনে নেওয়া যায় না।”