
“জামায়াতে ইসলামী কল্যাণ ও মানবিক বাংলাদেশ উপহার দিতে চায়” — নূরুল ইসলাম বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পৌর শহরের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা রূপ নেয় এক জনসমুদ্রে। হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।
রবিবার রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মো. লতিফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। সভায় সদর ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন,
“জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা পরিবারের রাজনীতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করে। একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতেই আমাদের রাজনীতি।”
তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা কেউই দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ দিতে পারেনি। “যাদের নেতৃত্বই দুর্নীতিগ্রস্ত, তারা কখনো চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে পারবে না,” — মন্তব্য করেন তিনি।
বুলবুল আরও বলেন, “যাদের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয়, তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না। আওয়ামী লীগ ও অন্য দলগুলো দেশের রাজনীতিতে সহিংসতা, চাঁদাবাজি ও খুনের সংস্কৃতি চালু করেছে। জনগণকে এখন ব্যালটের মাধ্যমে তাদের বয়কট করতে হবে।”
তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন— ইসলামী বিপ্লব ঘটান।”
নির্বাচিত হলে তিনি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—
- বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা,
- কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,
- বিদেশগামী শ্রমিকদের প্রতারণা থেকে রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ,
- মহানন্দা ও পদ্মা নদীভাঙন রোধ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা,
- বিশুদ্ধ পানির অভাব দূরীকরণ,
- ভিলেজ পলিটিক্স বন্ধ ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা,
- কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে বৈষম্যহীন সমাজ গঠন।
শেষে তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও কল্যাণে সবাইকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 









