
মাদারীপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় বুধবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, টার্মিনালে পার্ক করা বাসগুলোর মাঝখানে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে শ্রমিক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার পর মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা টার্মিনাল পরিদর্শন করেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মাদারীপুর জেলা বাস মালিক সমিতির একাংশের সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, আগে থেকেই প্রশাসনের কাছে টার্মিনালে টহল জোরদারের অনুরোধ করা হয়েছিল। ঘটনার পর শ্রমিকদের রাতের পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করলেও কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবারের লকডাউনকে ঘিরে এ ধরনের অপচেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টার্মিনালের নিরাপত্তায় পুলিশ ও শ্রমিক উভয়ের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
দৈনিক অধিকার ডেক্সঃ 










