
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জুমারপাড়ায় ডাকাত ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আমনুরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসে—সড়কে গাছ ফেলে ডাকাতি চলছে। খবর পেয়ে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন এসআই নুরুল ইসলাম। পথে চেকপোস্টে থাকা সহকর্মীদের অবগত করলেও তিনি একাই আগে পৌঁছে যান ঘটনাস্থলে। সেখানে পৌঁছেই দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, এক ডাকাত সদস্য এসআই নুরুল ইসলামের হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত এসআই নুরুল ইসলামকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, “এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দলটি মূলত রাতে যানবাহন থামিয়ে লুটপাটের উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে রেখেছিল। ৯৯৯-এর কলে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়ে এসআই নুরুল ইসলামের সাহসিকতাই সম্ভাব্য বড় ধরনের ডাকাতি ঠেকিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 









