ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ফাঁসির রায় পরবর্তী উত্তেজনাঃ ফেনীতে বঙ্গবন্ধু–হাসিনার প্রতিকৃতি ভাঙচুর, নিজাম হাজারীর বাড়ির ফটকে অগ্নিসংযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়ির প্রধান ফটকের সামনে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাতে শহরের পৌরসভা প্রাঙ্গণের রাজাঝি দিঘিরপাড়ে দেয়ালে টাইলসে খোদাই করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে থাকা নেতাকর্মীরা।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র–জনতা শহরের মাস্টারপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির প্রধান ফটকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় মুহাইমিন তাজিম বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর উচ্ছ্বসিত ছাত্র–জনতা প্রতিকৃতি ভাঙচুর করেছে। এছাড়া দুই দিন আগে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই বিক্ষুব্ধ জনতা নিজাম হাজারীর বাড়ির সামনে অগ্নিসংযোগ করে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা জানান, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে অভিযোগ দেন, পুলিশ তদন্তে যাবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হলে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবেও তদন্ত করতে পারে। তবে বিক্ষুব্ধ ছাত্ররা কোথায় কী করেছে—এ সম্পর্কে পুলিশের কাছে এখনো কোনো তথ্য নেই।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিনও শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

ফাঁসির রায় পরবর্তী উত্তেজনাঃ ফেনীতে বঙ্গবন্ধু–হাসিনার প্রতিকৃতি ভাঙচুর, নিজাম হাজারীর বাড়ির ফটকে অগ্নিসংযোগ

প্রকাশের সময়ঃ ০৭:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার রাতে শহরের পৌরসভা প্রাঙ্গণের রাজাঝি দিঘিরপাড়ে দেয়ালে টাইলসে খোদাই করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে থাকা নেতাকর্মীরা।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র–জনতা শহরের মাস্টারপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির প্রধান ফটকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় মুহাইমিন তাজিম বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর উচ্ছ্বসিত ছাত্র–জনতা প্রতিকৃতি ভাঙচুর করেছে। এছাড়া দুই দিন আগে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই বিক্ষুব্ধ জনতা নিজাম হাজারীর বাড়ির সামনে অগ্নিসংযোগ করে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা জানান, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে অভিযোগ দেন, পুলিশ তদন্তে যাবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হলে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবেও তদন্ত করতে পারে। তবে বিক্ষুব্ধ ছাত্ররা কোথায় কী করেছে—এ সম্পর্কে পুলিশের কাছে এখনো কোনো তথ্য নেই।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিনও শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।