ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

কেরানীগঞ্জে ‘চোর সন্দেহে’ পিটিয়ে যুবককে হত্যা, আটক ২

কেরানীগঞ্জ থানা। ছবি-সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি, রাজ্জাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে ঢালীকান্দি এলাকার এক বাসিন্দা জানান, মঙ্গলবার গভীর রাতে রাজ্জাক চুরির উদ্দেশ্যে হবি হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেলে সে হবির স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় চোর ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে রাজ্জাককে গণপিটুনি দেয়।

নিহতের বাবা রবিউল ইসলাম বলেন, আল আমিনসহ কয়েকজন আমার ছেলেকে চোর সাজিয়ে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। চুরির অভিযোগটি মিথ্যা। আমি হত্যাকারীদের বিচার চাই।

নিহতের বোন হনুফা বেগম বলেন, আমার ভাই ড্রাইভার হিসেবে কাজ করত। পারিবারিক ঝগড়ায় স্ত্রী চলে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আজ ভোরে শুনি কয়েকজন তাকে পিটিয়ে মারছে। খবর পেয়ে আরেক ভাই বাদলসহ আমি সেখানে গেলে আমাদের তার কাছে যেতে দেওয়া হয়নি। বাদল রাজ্জাককে বাঁচাতে গেলেও তাকে মারধর করা হয়। পরে রাজ্জাককে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

অভিযুক্ত আল আমিনের বোন হালিমা বলেন, আমার ভাইকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ঘটনার সময় আল আমিন এলাকায় ছিল না। সকালে চুরির ঘটনা শুনে কৌতূহল-বশত ঢালীকান্দি এলাকায় গিয়েছিল। তখনই পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

আল আমিনের চাচি পারুল বেগম দাবি করেন, রাজ্জাক এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। চুরির সময় ধরা পড়ে লোকজনের পিটুনিতে তার মৃত্যু হয়েছে। আলআমিনের এসবের সঙ্গে জড়িত নন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ‘চোর সন্দেহে’ পিটিয়ে যুবককে হত্যা, আটক ২

প্রকাশের সময়ঃ ০৪:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি, রাজ্জাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে ঢালীকান্দি এলাকার এক বাসিন্দা জানান, মঙ্গলবার গভীর রাতে রাজ্জাক চুরির উদ্দেশ্যে হবি হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেলে সে হবির স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় চোর ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী এসে রাজ্জাককে গণপিটুনি দেয়।

নিহতের বাবা রবিউল ইসলাম বলেন, আল আমিনসহ কয়েকজন আমার ছেলেকে চোর সাজিয়ে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। চুরির অভিযোগটি মিথ্যা। আমি হত্যাকারীদের বিচার চাই।

নিহতের বোন হনুফা বেগম বলেন, আমার ভাই ড্রাইভার হিসেবে কাজ করত। পারিবারিক ঝগড়ায় স্ত্রী চলে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আজ ভোরে শুনি কয়েকজন তাকে পিটিয়ে মারছে। খবর পেয়ে আরেক ভাই বাদলসহ আমি সেখানে গেলে আমাদের তার কাছে যেতে দেওয়া হয়নি। বাদল রাজ্জাককে বাঁচাতে গেলেও তাকে মারধর করা হয়। পরে রাজ্জাককে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

অভিযুক্ত আল আমিনের বোন হালিমা বলেন, আমার ভাইকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ঘটনার সময় আল আমিন এলাকায় ছিল না। সকালে চুরির ঘটনা শুনে কৌতূহল-বশত ঢালীকান্দি এলাকায় গিয়েছিল। তখনই পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

আল আমিনের চাচি পারুল বেগম দাবি করেন, রাজ্জাক এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। চুরির সময় ধরা পড়ে লোকজনের পিটুনিতে তার মৃত্যু হয়েছে। আলআমিনের এসবের সঙ্গে জড়িত নন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।