
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানে ১টি ধারালো রামদা, ১টি লোহার ছুরি, ৪টি হাসুয়া, ১টি গাছ কাটার ইলেকট্রিক করাত, ৮টি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্ডাডল, ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদার। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্র-বিস্ফোরক ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত অপরাধীদের ধরতেই এ অভিযান পরিচালিত হয়। ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় আড়াইশত পুলিশ সদস্যের সমন্বয়ে চালানো এ অভিযানে দুই জেলার বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪১ জন এবং নওগাঁ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে- ১১ জন চিহ্নিত ডাকাত, সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, বিস্ফোরক আইনে ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮ জন, চিহ্নিত চোর ৭ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন, মাদককারবারে জড়িত ১৩ জন। অ্যাডিশনাল ডিআইজি আরও জানান, নির্বাচনকে ঘিরে পুরো বিভাগেই পর্যায়ক্রমে এমন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর পদ্মার চরে প্রথম পর্যায়ের অপারেশন ফার্স্ট লাইট-এ পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযানে ৬৭ জনকে আটক করা হয়েছিল।
সৈয়দ মাসুদ,রাজশাহী 




















