ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক- পলাতক বাবা লুট হওয়া জামায়াতের ৯ মোটরসাইকেল বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের ছাদে দুই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আর ‘দুই দিন’ সময় লাগতে পারে চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল “স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন ৮ দল আমাদের আর ৮ দল থাকছে না- আরও অনেক দল জোট করার আবেদন করছে- গোলাম পরওয়ার

ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামির মৃত্যু

ছবি- সিরাজগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ঠ জেনারলে হাসপাতাল

সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামি শাহাদত হোসেন (৪৫) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে। নিহত শাহাদত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা জানান, সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য বিকেলে শাহাদতকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির সময় তার হাতের আঙুলে ক্ষতচিহ্ন ছিল। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের ভাই ইসমাইল অভিযোগ করেছেন, তার ভাই ডিবি পুলিশের নির্যাতনের কারণে মারা গেছেন। তিনি বলেন, “আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন জানান, গত ১২ নভেম্বর উল্লাপাড়ার বগুড়া-পাবনা মহাসড়কের চৌকিদহ সেতুর নিচ থেকে সিরাজগঞ্জ সদর এলাকার আমিনুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায়। নিহত শাহাদত ওই ঘটনার সন্দেহভাজন আসামি। ওসি জানান, ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধারের গোপন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া পুলিশ শাহাদতকে ধরে ডিবিতে হস্তান্তর করে। আগে থেকে শ্বাসকষ্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।

জনপ্রিয় সংবাদ

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কনটেন্ট ক্রিয়েটর

ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামির মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:১৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে থাকা এক সন্দেহভাজন আসামি শাহাদত হোসেন (৪৫) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে। নিহত শাহাদত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা জানান, সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য বিকেলে শাহাদতকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির সময় তার হাতের আঙুলে ক্ষতচিহ্ন ছিল। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের ভাই ইসমাইল অভিযোগ করেছেন, তার ভাই ডিবি পুলিশের নির্যাতনের কারণে মারা গেছেন। তিনি বলেন, “আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন জানান, গত ১২ নভেম্বর উল্লাপাড়ার বগুড়া-পাবনা মহাসড়কের চৌকিদহ সেতুর নিচ থেকে সিরাজগঞ্জ সদর এলাকার আমিনুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায়। নিহত শাহাদত ওই ঘটনার সন্দেহভাজন আসামি। ওসি জানান, ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধারের গোপন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া পুলিশ শাহাদতকে ধরে ডিবিতে হস্তান্তর করে। আগে থেকে শ্বাসকষ্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।