ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

আবারো গ্যাসলাইন ফাটল নারায়ণগঞ্জে- স্থবির শিল্প প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জ ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় তিতাস গ্যাসের প্রধান পাইপলাইনে আবার ফাটল দেখা দিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে তিন ঘণ্টা পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে।তিতাস গ্যাস জানায়, পাইপলাইনে হঠাৎ ফাটল ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে সরবরাহ বন্ধ রেখে মেরামত শুরু করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়।গ্যাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক পরিবার থেকে শুরু করে বাণিজ্যিক ব্যবহারকারীরা অস্বস্তিতে পড়েন। গ্যাসনির্ভর শিল্প কারখানায় উৎপাদন থেমে যায়। ফতুল্লার বেশ কয়েকটি ডাইং ও পোশাক কারখানার মালিকরা বলেন, এমন ঘটনা এখন নিয়মিত হয়ে উঠছে। লাইনে ফাটল ধরা পড়লেই উইংস মেশিনে থাকা কাপড় নষ্ট হয়, কাজ থেমে থাকে, অনেক সময় শ্রমিকদের ছুটি দিতে হয়।এতে রপ্তানির সময়সূচি নিয়েও চাপ তৈরি হয়।তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হয়েছে এবং সন্ধ্যার পর সরবরাহ স্বাভাবিক রয়েছে।প্রসঙ্গত, চার দিন আগেও একই এলাকায় পঞ্চবটি–মুক্তারপুর উড়াল সড়কের পাইলিংয়ের সময় প্রধান সঞ্চালন লাইন ফেটে যায়। তখন টানা ৬০ ঘণ্টা শহরে গ্যাস ছিল না।কয়েক দিনের ব্যবধানে একই স্থানে আবারও ফাটল ধরা পড়ায় স্থানীয়দের উদ্বেগ বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

আবারো গ্যাসলাইন ফাটল নারায়ণগঞ্জে- স্থবির শিল্প প্রতিষ্ঠান

প্রকাশের সময়ঃ ০৫:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় তিতাস গ্যাসের প্রধান পাইপলাইনে আবার ফাটল দেখা দিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে তিন ঘণ্টা পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে।তিতাস গ্যাস জানায়, পাইপলাইনে হঠাৎ ফাটল ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে সরবরাহ বন্ধ রেখে মেরামত শুরু করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়।গ্যাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক পরিবার থেকে শুরু করে বাণিজ্যিক ব্যবহারকারীরা অস্বস্তিতে পড়েন। গ্যাসনির্ভর শিল্প কারখানায় উৎপাদন থেমে যায়। ফতুল্লার বেশ কয়েকটি ডাইং ও পোশাক কারখানার মালিকরা বলেন, এমন ঘটনা এখন নিয়মিত হয়ে উঠছে। লাইনে ফাটল ধরা পড়লেই উইংস মেশিনে থাকা কাপড় নষ্ট হয়, কাজ থেমে থাকে, অনেক সময় শ্রমিকদের ছুটি দিতে হয়।এতে রপ্তানির সময়সূচি নিয়েও চাপ তৈরি হয়।তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হয়েছে এবং সন্ধ্যার পর সরবরাহ স্বাভাবিক রয়েছে।প্রসঙ্গত, চার দিন আগেও একই এলাকায় পঞ্চবটি–মুক্তারপুর উড়াল সড়কের পাইলিংয়ের সময় প্রধান সঞ্চালন লাইন ফেটে যায়। তখন টানা ৬০ ঘণ্টা শহরে গ্যাস ছিল না।কয়েক দিনের ব্যবধানে একই স্থানে আবারও ফাটল ধরা পড়ায় স্থানীয়দের উদ্বেগ বেড়েছে।