
চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান আদর্শ ব্রাদার্স ভান্ডার ও সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানির মালিকানাধীন পাম ওয়েলবাহী ট্রাক আটক নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আদর্শ গ্রুপ এর এম.ডি আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে শনিবার দুপুরে চেম্বার ভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলায মিডিয়ার সামনে অভিযোগ তুলে ধরেছে।
গত ২১ নভেম্বর ২০২৫, আদর্শ ব্রাদার্স ভান্ডারের নিজস্ব পরিবহন ট্রাক ঢাকা মেট্রো-ট-১৮-৮৮২৮ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ১৩,৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল, যার বাজারমূল্য ২৩,২১,২৫০ টাকা, নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।কিন্তু ওই রাত থেকেই ট্রাকটির অবস্থান মিলছিল না। পরদিন ২২ নভেম্বর সকালে প্রতিষ্ঠানের কর্মচারী ৯৯৯-এ কল করে জানতে পারেন, ট্রাকটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা পুলিশ আটক করেছে। পরে ট্রান্সপোর্ট ম্যানেজার ওয়াজেদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় গিয়ে ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান।প্রতিষ্ঠানের দাবি-জিপিএস ট্র্যাকার, টোল প্লাজার ভিডিও ফুটেজসহ সব প্রমাণ দেখিয়েও ওসি কে.এম. মাসুদ রানা এবং এসআই ফিরোজ ট্রাক ফেরত দেননি। নতুন করে জানানো হয়-আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে। কিন্তু আদালতে গিয়ে জানা যায়, ট্রাকটি মামলা নং ৯, তারিখ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫ (রায়)–এ জব্দ দেখানো হলেও পাম ওয়েলের ৭৫ ড্রাম কোথাও উল্লেখ নেই।প্রতিষ্ঠানটির আরো অভিযোগ-ট্রাকসহ ক্রয়কৃত ১৩,৯৫০ কেজি পাম ওয়েল অবৈধভাবে আটক এবং আত্মসাত করা হয়েছে। ব্যবসায়ীদের ভাষায়—“এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, জেলার কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি আঘাত।”দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, আদর্শ ব্রাদার্স ভান্ডার ও তাদের গ্রুপের অধীন—ব্রাদার্স ফ্লাওয়ার মিল, ব্রাদার্স অটো রাইস মিল, আদর্শ এগ্রোভেট লিঃ, আদর্শ চিকস লিঃ, পপুলার পোল্ট্রি এন্ড ফিশ ফিডস লিঃ,আদর্শ ফুড অ্যান্ড বেভারেজ, এবং ফাহাদ এগ্রো ফার্ম-এসব প্রতিষ্ঠানের কারণে চাঁপাইনবাবগঞ্জে শত শত যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।এ ধরনের ঘটনার ফলে ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়ছে বলেও মন্তব্য করে তারা।চেম্বার ও আদর্শ গ্রুপের দাবি-স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ, দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, এবং আটকের পর অদৃশ্য হওয়া অভিযোগকৃত ১৩,৯৫০ কেজি পাম ওয়েল ও ট্রাক দ্রুত ফেরত।ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন-“ন্যায় বিচার পেতে আপনাদের কলমই আমাদের শক্তি। সত্য তুলে ধরুন, যাতে ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে।”
অন্যদিকে, ট্রাকটি রায়গঞ্জ থানার মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫ (রায়)–এ জব্দ দেখানো হলেও পাম ওয়েলের ৭৫ ড্রাম কোথাও উল্লেখ না থাকায় মেসার্স আদর্শ ব্রাদার্স ভান্ডার এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম সিরাজগঞ্জের বিজ্ঞ রায়গঞ্জ থানা আমলী আদালতে গত ২৬/১১/২৫ তারিখে তাঁর খরিদ কৃত ৭৫ বেরেল তেলের সন্ধান চেয়ে এ্যাড, রাবেয়া জাহান হিমির মাধ্যমে দঃ বিধির -৩৯৫/৩৯৭ ধারায় একটি দরখাস্ত করেন। দরখাস্ত শুনানী শেষে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা কে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দরখাস্তকারীর নিযুক্ত আইনজীবী রাবেয়া জাহান হিমি।এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আদর্শ ভান্ডারের যে গাড়িটি ৫৬ ড্রাম তেলসহ যোখানে ডাকাতির মালামাল ছিল সে গোডাউন থেকে লোড হচ্ছিল সেখান থেকে আমরা আটক করেছি। রাস্তা থেকে গাড়ী আটক করা হয়নি। জব্দ কৃত মালামাল আরামত হিসেবে আদালতে জমা দিয়েছি। আদালতে মালিক পক্ষ উপস্থিত হয়ে আলামত নিয়েও গেছে।মামলা তদন্ত চলছে। ৫ জন আসামী হাতে নাতে অ্যারেস্ট আছে বলে জানান ওসি মাসুদ রানা।
নিজস্ব প্রতিবেদকঃ 





















