
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবির অভিযান চলাকালে চারটি আমেরিকান পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং ৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অপর এক অভিযানে শিবগঞ্জের আজমতপুর সীমান্ত থেকে ৪ হাজার ৭২০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৪৮ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়।
এসব অভিযান সোমবার (১৫ ডিসেম্বর) ভোররাতে ও সকালে পরিচালিত হয়, তবে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি, জানায় বিজিবি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পর বিজিবি সীমান্তে এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, দুষ্কৃতকারীরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে।”
তিনি আরো জানান, “সোমবার সকাল ৯টার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দুজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হলে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ব্যাগ থেকে চারটি পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং ৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।”
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, “সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে মাত্র ৫০ গজ বাংলাদেশের ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪ হাজার ৭২০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৪৮ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় বিজিবি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।”
অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় বিজিবি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদক 





















