ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নিরাপত্তা ইস্যুতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি নির্বাচন করব না এবং মনোনয়নও গ্রহণ করব না। এজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দলের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রার্থী যিনি হবেন, তার পাশে কাজ করব।”

তিনি আরও জানান, “গত ৫-৬ মাস ধরে আমি বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছি এবং সবার সাড়া পেয়েছি। তবে ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে আমার পরিবারও চাচ্ছে না আমি নির্বাচন করি। এজন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং সাংবাদিক আরিফ আলম দিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটি ৩ নভেম্বর বৈঠক শেষে দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। নির্ধারিত প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ।

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা ইস্যুতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

প্রকাশের সময়ঃ ০৯:২৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি নির্বাচন করব না এবং মনোনয়নও গ্রহণ করব না। এজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। দলের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রার্থী যিনি হবেন, তার পাশে কাজ করব।”

তিনি আরও জানান, “গত ৫-৬ মাস ধরে আমি বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছি এবং সবার সাড়া পেয়েছি। তবে ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে আমার পরিবারও চাচ্ছে না আমি নির্বাচন করি। এজন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং সাংবাদিক আরিফ আলম দিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটি ৩ নভেম্বর বৈঠক শেষে দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। নির্ধারিত প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ।