
যৌথ বাহিনী পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীতে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহনগর পুলিশ (আরএমপি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মো. নয়ন আলী (৩০), মো. জাহিদুল ইসলাম (৩৬), আজিজুল ওরফে আইদুল (৫৩), মো. গোলাম রসুল (৫৭), মো. শহিদুল ইসলাম (৪৮) এবং মো. জিয়াউর রহমান (৪৫)। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 





















