
তীব্র শীতের মধ্যে মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচণ্ড শীতে কষ্টে থাকা স্থানীয় শীতার্ত মানুষের হাতে প্রায় ৩০০টি কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। এ সময় তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও মানব পাচার রোধের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ রহমান, পিএসসি, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, কনকনে শীতে এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আবারও প্রমাণ করেছে—সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম অঙ্গীকার।
নিজস্ব প্রতিবেদক 





















