ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

হজের টিকার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সময়সীমা ২৫ জানুয়ারি

ফাইল ছবি

২০২৬ সালের হজ পালন করতে ইচ্ছুক যাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত ৬ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাধ্যতামূলক পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—
Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest (P/A view সহ রিপোর্ট), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) এবং Blood Grouping ও Rh Typing।

এছাড়া, যেসব হজযাত্রী দুরারোগ্য বা জটিল রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বিশেষ পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
সন্দেহজনক হৃদরোগের ক্ষেত্রে Echocardiography,
কিডনি জটিলতায় S. Creatinine ও KUB-এর আল্ট্রাসনোগ্রাফি,
লিভার সিরোসিসের সন্দেহে Whole Abdomen-এর USG ও Upper GIT Endoscopy,
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে Sputum for AFB, Chest-এর CT Scan এবং Serum Bilirubin, SGPT ও Albumin-Globulin Ratio পরীক্ষা।

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ শেষে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

হজের টিকার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সময়সীমা ২৫ জানুয়ারি

প্রকাশের সময়ঃ ০৮:৪৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

২০২৬ সালের হজ পালন করতে ইচ্ছুক যাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত ৬ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাধ্যতামূলক পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—
Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest (P/A view সহ রিপোর্ট), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) এবং Blood Grouping ও Rh Typing।

এছাড়া, যেসব হজযাত্রী দুরারোগ্য বা জটিল রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বিশেষ পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
সন্দেহজনক হৃদরোগের ক্ষেত্রে Echocardiography,
কিডনি জটিলতায় S. Creatinine ও KUB-এর আল্ট্রাসনোগ্রাফি,
লিভার সিরোসিসের সন্দেহে Whole Abdomen-এর USG ও Upper GIT Endoscopy,
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে Sputum for AFB, Chest-এর CT Scan এবং Serum Bilirubin, SGPT ও Albumin-Globulin Ratio পরীক্ষা।

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ শেষে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।