
চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মধ্য কাঞ্চন নগর এলাকার ২ নম্বর ওয়ার্ডের রুইশ্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় একটি বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে নেভানোর চেষ্টা চালালেও সফল হননি। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে জানে আলম, শাহ আলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজাহান মাস্টার ও আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও কয়েকটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 





















