
সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে রাজশাহীর শাহপুর এলাকায় সীমান্ত ব্যাংক ও বিজিবির যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবির সামাজিক দায়বদ্ধতার অংশ।
কর্নেল সৈয়দ কামাল হোসেন জানান, ইতোমধ্যে রাজশাহী সেক্টরের আওতাধীন পাঁচটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী সীমান্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষ।
সৈয়দ মাসুদ রাজশাহী 





















