
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিখোঁজের এক মাস পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি কিশোর সাগরের। দিন যত গড়াচ্ছে, পরিবারের উৎকণ্ঠা ততই বাড়ছে। বিশেষ করে সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন তার মা, যিনি প্রতিদিন আশায় বুক বাঁধছেন—আজ না হয় কাল ফিরে আসবে তার ছেলে।
নিখোঁজ কিশোরের নাম মো. সাগর। সে বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সে নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক মাস ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারটির। প্রতিদিন ছেলের অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকেন মা মোছা. পপি বেগম। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে তাঁর চোখের পানি আর থামে না।
এ ঘটনায় সাগরের পরিবার বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।
নিখোঁজ কিশোর সাগরের সন্ধান পেলে ০১৭৯৬৯৮২৫৬১ নম্বরে যোগাযোগ করতে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সাজেদুর রহমান, নাটোর 


















