ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটির বেশি বরাদ্দ আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করল নির্বাচন কমিশন দৌরাত্ম্যের দখলে মফস্বল সাংবাদিকতা! উত্তরণের পথ কোথায়? লক্ষ্মীপুরে নির্বাচন প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ- আহত প্রায় ১০ জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ কাফনের কাপড় পরে মিছিলের ঘটনায় উপজেলা আহ্বায়ককে জেলা বিএনপির নোটিশ খালেদা জিয়া গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে স্মরণীয় থাকবেন- দুলু প্রোপাগান্ডা ছড়িয়ে নির্বাচন ও গণভোট ঠেকানো যাবে না- রিজওয়ানা হাসান এমপিওভুক্তি নিয়ে সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটির বেশি বরাদ্দ

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সূত্রে জানা গেছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনের সময় ভোটার ও সংশ্লিষ্টদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দরজা-জানালা, লাইট-ফ্যান, বাথরুমের স্যানিটারি ব্যবস্থা এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের কাজ করা হবে। এ উদ্দেশ্যেই বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে।

এই সংস্কার কার্যক্রম সঠিক ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করবে বলে জানান তিনি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বৃহস্পতিবার রাতে ব্যয় মঞ্জুরির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স অফিসারের দপ্তরে পাঠিয়েছে। এতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে এই অর্থ ব্যয় করা হবে।

বরাদ্দ অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত পাবে। এই অর্থ শুধু নির্ধারিত ভোটকেন্দ্র সংস্কার, মেরামত এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের কাজেই ব্যবহার করা যাবে।

তদারকি কমিটির কাঠামো

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশ অনুযায়ী, জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে গঠিত কমিটিতে সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
অন্যদিকে, উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।

ব্যয়ের শর্তাবলি

বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

১। শুধুমাত্র নির্বাচিত ও তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ ব্যয় করা যাবে

২।সরকারের আর্থিক বিধি-বিধান ও পিপিআর-২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে

৩।কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে

৪।পূর্ববর্তী বছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না

৫।অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, বরাদ্দ নিশ্চিত হওয়ায় এখন সারা দেশে ভোটকেন্দ্র প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজনের স্বার্থেই এই উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটির বেশি বরাদ্দ

প্রকাশের সময়ঃ ১০:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সূত্রে জানা গেছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনের সময় ভোটার ও সংশ্লিষ্টদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দরজা-জানালা, লাইট-ফ্যান, বাথরুমের স্যানিটারি ব্যবস্থা এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের কাজ করা হবে। এ উদ্দেশ্যেই বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে।

এই সংস্কার কার্যক্রম সঠিক ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করবে বলে জানান তিনি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বৃহস্পতিবার রাতে ব্যয় মঞ্জুরির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স অফিসারের দপ্তরে পাঠিয়েছে। এতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে এই অর্থ ব্যয় করা হবে।

বরাদ্দ অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত পাবে। এই অর্থ শুধু নির্ধারিত ভোটকেন্দ্র সংস্কার, মেরামত এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের কাজেই ব্যবহার করা যাবে।

তদারকি কমিটির কাঠামো

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশ অনুযায়ী, জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে গঠিত কমিটিতে সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
অন্যদিকে, উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।

ব্যয়ের শর্তাবলি

বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

১। শুধুমাত্র নির্বাচিত ও তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ ব্যয় করা যাবে

২।সরকারের আর্থিক বিধি-বিধান ও পিপিআর-২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে

৩।কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে

৪।পূর্ববর্তী বছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না

৫।অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, বরাদ্দ নিশ্চিত হওয়ায় এখন সারা দেশে ভোটকেন্দ্র প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজনের স্বার্থেই এই উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।