ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

লক্ষ্মীপুরে নির্বাচন প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ- আহত প্রায় ১০

বৃহস্পতিবার সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। ছবি-দৈনিক অধিকার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে নির্বাচন প্রচারণা ও ভোটার আইডি কার্ড চাওয়ার বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার সময় ভোটার আইডি কার্ড সংক্রান্ত আলোচনা ও মতবিরোধ থেকে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার পাশাপাশি ভোটার আইডি কার্ড সংগ্রহ ও প্রয়োজনীয়তা নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর সঙ্গে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ যোগ হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন,
“আমি ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। কোনোভাবেই যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ঘটনা উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ সদর আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. রেজাউল করিম বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
তিনি বলেন, “বিএনপি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। আমাদের মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে এবং মহিলা কর্মীদের হেনস্তা করা হচ্ছে। বিএনপির কিছু লোক ফেসবুকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও দেশ-বিদেশ থেকে হুমকি দিচ্ছে।”
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত জামায়াত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির শীর্ষ নেতাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নির্বাচনের আগে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা না গেলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নির্বাচন প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ- আহত প্রায় ১০

লক্ষ্মীপুরে নির্বাচন প্রচারণা ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ- আহত প্রায় ১০

প্রকাশের সময়ঃ ০২:২৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে নির্বাচন প্রচারণা ও ভোটার আইডি কার্ড চাওয়ার বিষয়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার সময় ভোটার আইডি কার্ড সংক্রান্ত আলোচনা ও মতবিরোধ থেকে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার পাশাপাশি ভোটার আইডি কার্ড সংগ্রহ ও প্রয়োজনীয়তা নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর সঙ্গে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ যোগ হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন,
“আমি ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। কোনোভাবেই যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ঘটনা উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে লক্ষ্মীপুর-৩ সদর আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. রেজাউল করিম বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
তিনি বলেন, “বিএনপি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। আমাদের মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে এবং মহিলা কর্মীদের হেনস্তা করা হচ্ছে। বিএনপির কিছু লোক ফেসবুকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও দেশ-বিদেশ থেকে হুমকি দিচ্ছে।”
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত জামায়াত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির শীর্ষ নেতাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নির্বাচনের আগে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা না গেলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।