
নিউজ ডেক্স, প্রতিদিনের সংবাদ অনলাইন মাল্টিমিডিয়া :-
মহিলাদের অন্যতম গুরুত্বপূর্ণ অন্তর্বাস হলো ব্রা। যদিও এটি নিয়ে সমাজে খোলাখুলি আলোচনা হয় না, তবুও এর প্রয়োজনীয়তা অপরিসীম। ব্রা শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ Brassière থেকে, আর বাংলায় এর প্রতিশব্দ হলো বক্ষবন্ধনী।
প্রথমদিকে ব্রা-তে কোনো কাপের আকার ছিল না। ১৯৩০ সালে এসএইচ ক্যাম্প কোম্পানি প্রথমবার কাপ-যুক্ত ব্রা বাজারে আনে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রা-র ডিজাইন ও ব্যবহার পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন বাজারে বিভিন্ন সাইজ ও ব্র্যান্ডের ব্রা পাওয়া যায়, A থেকে D পর্যন্ত কাপের মাপ জনপ্রিয়।
তবে সমীক্ষা বলছে, প্রায় ৮০ শতাংশ নারী ভুল সাইজের ব্রা ব্যবহার করেন। এমনকি মাপ নেওয়ার পরও অনেকেই সঠিক সাইজ নির্বাচন করতে পারেন না। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, সঠিক মাপের ব্রা ব্যবহার করলে কেবল আরামই নয়, শারীরিক সমস্যাও এড়ানো যায়।
একটি ব্রা সাধারণত ৮ থেকে ৯ মাস ব্যবহারযোগ্য থাকে। এর বেশি সময় ব্যবহার করলে তা ঢিলা হয়ে যায় এবং স্তনের ক্ষতির আশঙ্কা থাকে। তাই বিশেষজ্ঞরা নির্দিষ্ট সময় পর নতুন ব্রা ব্যবহার করার পরামর্শ দেন।
দৈনিক অধিকার ডেস্ক 















