

সাইদি হাসান,স্টাফ রিপোর্টার::
পঞ্চগড়ের স্টুডিয়াম রোড নাজমুল হক প্রধানের বাড়ি থেকে সেনাবাহিনীর অভিযানে জুয়ারীকে আটক করা হয়েছে দীর্ঘদিন থেকে পঞ্চগড়ে মনু নামে (৪২) এই ব্যক্তি পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় জুয়ার বোড বসাতো কিন্তু প্রমাণের জন্য ধরাছোঁয়ার বাইরে ছিলো ।
আওয়ামী লীগ শাসন আমলে এই মনু অনেকটাই স্বৈরাচার আচরণ মানুষের সঙ্গে করতো তিনি পঞ্চগড় জেলা বাস মিনিবাস ১৬৬০ এর সাবেক রোড সেক্রেটারি দুই দুই বারের সাবেক এই নেতা টার্মিনাল কে করে রেখেছিল নিজের সম্পত্তি যখন খুশি তখন জুয়ার বোর্ড চলতো তার ইশারায় ধরাছোঁয়ার বাইরে ছিল তিনি,
পুলিশকে ম্যানেজ করে চলতো আমরা জানতে পারি এই মনু মিয়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে আগের মত চলাফেরা করতে দেখা না গেলেও জুয়ার বোর্ড থেকে তিনি বের হননি ঠিক তেমনি আজকে ৪ অক্টোবর সেনাবাহিনীর অভিযানে তিন জন আটক হন। স্থানীয়রা আমাদের জানিয়েছে এই ব্যক্তি অনেক মানুষকে ধ্বংস করেছে তাকে আইনের আওতায় আনা হোক যেন আর কোন পরিবার ধ্বংস হয়ে না যায় জুয়ারিদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক অধিকার ডেস্ক 















