

মোঃ আলমগীর হোসেন
বিশেষ প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলা
চুয়াডাঙ্গার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাএদলের সাবেক সভাপতি মীর্জা
ফরিদুল ইসলাম শিপলুর মৃত্যুত রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।
ঢাকায় প্রথম নামাজে জানাজা শেষে তার লাশবাহী এম্বুলেন্স চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আগামীকাল রোজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।তবে প্রতিকূল আবহাওয়াতে জান্নাতুলমওলা(গোরস্থান)মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি চিকিৎসার জন্য ঢাকাতে ছিলেন,রাতে ডাক্তার দেখিয়ে ঢাকার ধানমন্ডিতে ছোটভাই এর বাসায় একাই অবস্হান করছিলেন।রাত থেকেই মীর্জা শিপলুর পরিবারে লোক তিনার সাথে যোগাযোগ করতে পারছিলেন না,দীর্ঘ সময়
ফোন রিছিব না করাতে,ছোটভাই রাতুল আজ আনুমানিক বেলা ১২ ঘটিকায় বাড়িতে গিয়ে সাড়াশব্দ না পেলে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে তাকে মৃত্যু অবস্হায় দেখতে পায়।
পরিবারের সদস্যরা জানান তিনি ঘুমের ভিতরে হৃদ ক্রিয়া হয়ে ইন্তেকাল করিয়াছেন।
মিষ্টভাষী ত্যাগী নেতার মহাপ্রয়ানে চুয়াডাঙ্গা জেলাতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক অধিকার ডেস্ক 















