
নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ ওয়াকফ জমি দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী জনাব মাষ্টার এমন অভিযোগ উঠেছে স্থানীয় মুসল্লিদের কাছ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে দখলকৃত ওই জমিতে তিনি ব্যক্তিগতভাবে গাছপালা রোপণ ও স্থাপনা নির্মাণ করেছেন। একাধিকবার মসজিদ কমিটি ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জায়গা ছাড়ার অনুরোধ করলেও তিনি কোনো কর্ণপাত করেননি।মসজিদ কমিটির সদস্যরা জানান, উক্ত জমিটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত, যা মসজিদের সম্প্রসারণ, মুসল্লিদের কল্যাণ ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যবহারের কথা। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনাব মাষ্টার দীর্ঘদিন ধরে জায়গাটি ভোগ দখল করে রেখেছেন। এতে মসজিদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন,“এটি শুধু জমি দখল নয়, ধর্মীয় সম্পত্তি দখলের এক নিন্দনীয় দৃষ্টান্ত। এমন ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।”
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন। তারা চান, রামপাড়া জামে মসজিদের জমি দখলমুক্ত করে মসজিদের মর্যাদা ও মুসল্লিদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। স্থানীয়দের ভাষ্য— “ধর্মীয় সম্পত্তি রক্ষায় প্রশাসন যদি কঠোর না হয়, তবে ভবিষ্যতে এমন দখলচেষ্টা আরও বাড়বে।”
প্রশাসনের প্রতি আহ্বান: ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওয়াকফ সম্পত্তি রক্ষা ও ধর্মীয় মর্যাদা পুনঃস্থাপন করা হোক।
সাজেদুর রহমান, নাটোর 









