ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন এ তো ফ্যাসিবাদের কণ্ঠস্বর- রিজভী 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন হবে—এ কথা যারা বলছেন, তারা আসলে ফ্যাসিবাদের কণ্ঠস্বর উচ্চারণ করছেন।” মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা সবকিছুর টাকা এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করে চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।” তিনি অভিযোগ করেন, “প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কাউকে দেখলেই হামলে পড়ছে। পলাতক নেতারা কখনও সুস্থ চিন্তা করতে পারে না, তারা একটার পর একটা কুচিন্তা ও ষড়যন্ত্র করতেই ব্যস্ত। আমরা ড. ইউনুসকে বলেছি—যারা দোসর আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে; কিন্তু তারা সামগ্রিকভাবে সেটা পারেননি।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “রাকসু নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে যা গত ১৬-১৭ বছরে দেখা যায়নি। ফ্যাসিবাদের ছোবলে বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত হয়েছিল, যেখানে ছাত্রদল সহপাঠীদের সঙ্গে বসতেও পারত না।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন এ তো ফ্যাসিবাদের কণ্ঠস্বর- রিজভী 

প্রকাশের সময়ঃ ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন হবে—এ কথা যারা বলছেন, তারা আসলে ফ্যাসিবাদের কণ্ঠস্বর উচ্চারণ করছেন।” মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা সবকিছুর টাকা এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করে চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।” তিনি অভিযোগ করেন, “প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কাউকে দেখলেই হামলে পড়ছে। পলাতক নেতারা কখনও সুস্থ চিন্তা করতে পারে না, তারা একটার পর একটা কুচিন্তা ও ষড়যন্ত্র করতেই ব্যস্ত। আমরা ড. ইউনুসকে বলেছি—যারা দোসর আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে; কিন্তু তারা সামগ্রিকভাবে সেটা পারেননি।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “রাকসু নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে যা গত ১৬-১৭ বছরে দেখা যায়নি। ফ্যাসিবাদের ছোবলে বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত হয়েছিল, যেখানে ছাত্রদল সহপাঠীদের সঙ্গে বসতেও পারত না।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।