ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

  • অধিকার ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ১২:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৩২৩ Time View

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে তিনি নিজ বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই চলবে তার পরবর্তী চিকিৎসা। একই সঙ্গে পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে, তার স্বাস্থ্যের বিষয়ে কোনো ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে এবং ধর্মেন্দ্র ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করতে।

গত মাসের শেষের দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই বর্ষীয়ান অভিনেতাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একাধিক ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনি ও মেয়ে এশা দেওল জানান, তিনি সুস্থ আছেন এবং মৃত্যুর গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোর দায়িত্বহীন আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।

এদিকে, মঙ্গলবার রাতে শাহরুখ খান ও তার বড় ছেলে আরিয়ান খান হাসপাতালে গিয়ে ধর্মেন্দ্রর খোঁজখবর নেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

জনপ্রিয় সংবাদ

বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

প্রকাশের সময়ঃ ১২:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এখন থেকে তিনি নিজ বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই চলবে তার পরবর্তী চিকিৎসা। একই সঙ্গে পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে, তার স্বাস্থ্যের বিষয়ে কোনো ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে এবং ধর্মেন্দ্র ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করতে।

গত মাসের শেষের দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই বর্ষীয়ান অভিনেতাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একাধিক ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনি ও মেয়ে এশা দেওল জানান, তিনি সুস্থ আছেন এবং মৃত্যুর গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোর দায়িত্বহীন আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।

এদিকে, মঙ্গলবার রাতে শাহরুখ খান ও তার বড় ছেলে আরিয়ান খান হাসপাতালে গিয়ে ধর্মেন্দ্রর খোঁজখবর নেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।