ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে অস্ত্রের মুখে জিম্মি সহকারী রেজিস্ট্রারের বাসায় ডাকাতি

রাজশাহীর সপুরা এলাকায় গভীর রাতে সহকারী রেজিস্ট্রারের বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় বাসায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছা. মুর্শেদা খাতুন এবং তাঁর ভাতিজা সাংবাদিক আমানুল্লাহ আমান। গভীর রাতে আমানের ঘুম ভাঙলে রুমের ভেতরে এক ব্যক্তিকে দেখতে পেয়ে চোর বলে চিৎকার করলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ডাইনিং টেবিলে থাকা চাবি ব্যবহার করে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দেয়। এরপর দুর্বৃত্তরা বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা, দুটি ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলের ড্রয়িং রুম থেকে একটি ধারালো বটি (হাসুয়া) উদ্ধার হয়েছে, যা ফেলে রেখে যায় ডাকাতরা। এতে পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট খুলে তাদের উদ্ধার করে। মুর্শেদা খাতুন বলেন, “এটা সাধারণ চুরি নয়; এটা ডাকাতি। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঢুকেছে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমরা জেগে গেলে তারা আক্রমণের প্রস্তুতিও নিয়েছিল। পুলিশ দ্রুত না এলে বড় বিপদ হতে পারত।” ঘটনার পর শুক্রবার রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলা তদন্তাধীন রয়েছে। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে।ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে অস্ত্রের মুখে জিম্মি সহকারী রেজিস্ট্রারের বাসায় ডাকাতি

প্রকাশের সময়ঃ ১০:০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাজশাহীর সপুরা এলাকায় গভীর রাতে সহকারী রেজিস্ট্রারের বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় বাসায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছা. মুর্শেদা খাতুন এবং তাঁর ভাতিজা সাংবাদিক আমানুল্লাহ আমান। গভীর রাতে আমানের ঘুম ভাঙলে রুমের ভেতরে এক ব্যক্তিকে দেখতে পেয়ে চোর বলে চিৎকার করলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ডাইনিং টেবিলে থাকা চাবি ব্যবহার করে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দেয়। এরপর দুর্বৃত্তরা বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা, দুটি ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলের ড্রয়িং রুম থেকে একটি ধারালো বটি (হাসুয়া) উদ্ধার হয়েছে, যা ফেলে রেখে যায় ডাকাতরা। এতে পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে। অবরুদ্ধ অবস্থায় পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট খুলে তাদের উদ্ধার করে। মুর্শেদা খাতুন বলেন, “এটা সাধারণ চুরি নয়; এটা ডাকাতি। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঢুকেছে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমরা জেগে গেলে তারা আক্রমণের প্রস্তুতিও নিয়েছিল। পুলিশ দ্রুত না এলে বড় বিপদ হতে পারত।” ঘটনার পর শুক্রবার রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলা তদন্তাধীন রয়েছে। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে।ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।