ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বিসিএস লিখিত সময় পেছানোর দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ- ট্রেন চলাচল অচল

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ। ছবি- সৈয়দ মাসুদ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ৩টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে রাজশাহীর রেল যোগাযোগ। বিকেল ৪টা থেকে রেললাইনে বসে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, আর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটেও অবরোধ প্রত্যাহার হয়নি।অবরোধের কারণে রাজশাহী রেল স্টেশন থেকে দুটি ট্রেন ছাড়তে পারেনি। আর হরিয়ান স্টেশনে আটকা পড়ে আছে আরও দুটি ট্রেন। হঠাৎ রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় গভীর ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। কেউ জানেন না-কবে চলবে ট্রেন, কতক্ষণ আটকে থাকতে হবে।

                                                                                                             

আন্দোলনকারীদের অভিযোগ— “আগের বিসিএসে লিখিত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হতো। এবার মাত্র দুই মাসেরও কম সময় দিয়েছে পিএসসি। এমন অযৌক্তিক সিদ্ধান্তে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবো।” তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সময় বাড়ানোর আহ্বান জানানো হলেও কোনো সাড়া দেয়নি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তাই বাধ্য হয়েই রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে। অবরোধের পাশাপাশি পরীক্ষার প্রবেশপত্র আগুনে পুড়িয়ে শিক্ষার্থীরা ক্ষোভ উগরে দেন। একই সঙ্গে ঢাকায় একই দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলারও তীব্র নিন্দা জানান তারা। রেলপথ অবরোধের কারণে রাজশাহীর রেল যোগাযোগ স্থবির হয়ে পড়লেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।

জনপ্রিয় সংবাদ

বিসিএস লিখিত সময় পেছানোর দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ- ট্রেন চলাচল অচল

প্রকাশের সময়ঃ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ৩টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে রাজশাহীর রেল যোগাযোগ। বিকেল ৪টা থেকে রেললাইনে বসে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, আর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটেও অবরোধ প্রত্যাহার হয়নি।অবরোধের কারণে রাজশাহী রেল স্টেশন থেকে দুটি ট্রেন ছাড়তে পারেনি। আর হরিয়ান স্টেশনে আটকা পড়ে আছে আরও দুটি ট্রেন। হঠাৎ রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় গভীর ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। কেউ জানেন না-কবে চলবে ট্রেন, কতক্ষণ আটকে থাকতে হবে।

                                                                                                             

আন্দোলনকারীদের অভিযোগ— “আগের বিসিএসে লিখিত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হতো। এবার মাত্র দুই মাসেরও কম সময় দিয়েছে পিএসসি। এমন অযৌক্তিক সিদ্ধান্তে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবো।” তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সময় বাড়ানোর আহ্বান জানানো হলেও কোনো সাড়া দেয়নি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তাই বাধ্য হয়েই রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে। অবরোধের পাশাপাশি পরীক্ষার প্রবেশপত্র আগুনে পুড়িয়ে শিক্ষার্থীরা ক্ষোভ উগরে দেন। একই সঙ্গে ঢাকায় একই দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলারও তীব্র নিন্দা জানান তারা। রেলপথ অবরোধের কারণে রাজশাহীর রেল যোগাযোগ স্থবির হয়ে পড়লেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।