
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তভিত্তি দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র আয়োজন করেছে দাপুটে ফোর্স মোবিলাইজেশন ড্রিল-একযোগে ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শক্তিশালী সাঁড়াশি প্রস্তুতিমূলক মহড়া। মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ বিশেষ নিরাপত্তা ড্রিলে নেতৃত্ব দেন আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান। নগরীর আলুপট্টি, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর মোড়, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা মোড়, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড় ও বর্ণালী মোড়-সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একযোগে মুভমেন্টে অংশ নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আলুপট্টি মোড়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে এ ড্রিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার। পরে তিনি বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।পুলিশ জানায়, জরুরি বা সংকটময় পরিস্থিতিতে কত দ্রুত এবং কতটা দক্ষতার সঙ্গে বাহিনীকে বিভিন্ন স্পটে মোতায়েন ও পরিচালনা করা যায়-তা যাচাই করতেই এ শক্তিশালী মহড়া। আরএমপি বলছে, এই ড্রিল শুধু নিয়মিত প্রশিক্ষণই নয়, বরং নগরবাসীর কাছে পুলিশের প্রস্তুতির দৃশ্যমান বার্তা।আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান জানান,“রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা সমন্বয়ের ওপর জোর দিয়েই এই ফোর্স মোবিলাইজেশন ড্রিল। দ্রুত অভিযানে অংশ নেওয়ার সক্ষমতা যাচাই এবং জনগণের আস্থা পুনরুদ্ধারই এ মহড়ার মূল লক্ষ্য।”
মহড়ায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।পুলিশ সূত্র জানায়, নগরীর নিরাপত্তাকে আরও বুলেটপ্রুফ করতে এ ধরনের অভিযানমুখী ড্রিল নিয়মিত চলবে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 





















