
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নতুন বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ প্রজন্ম। তাদের সৃজনশীলতা, উদ্যম ও নেতৃত্বের মাধ্যমেই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে। এজন্য প্রয়োজন ইতিবাচক মানসিকতা, সুশাসন, প্রযুক্তি জ্ঞান এবং সামাজিক দায়িত্ববোধ।”তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে পরিবর্তনের গতিধারা দ্রুততর। তাই তরুণদের ভাবনার পরিধি বাড়াতে হবে, ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে এবং সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাকিব হাসান তরফদার।আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়নে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে, সুযোগ গ্রহণে তরুণদের প্রস্তুতি,মাদক, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখা,আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার বিস্তার,উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা,জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের উদ্যোগ।এ বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ অনুষ্ঠানে দেশের উন্নয়নধারা, সরকারি সেবা, যুগোপযোগী তথ্য ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “তরুণদের মাঝে তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত হলে সমাজ যেমন বদলাবে, তেমনি দেশও এগিয়ে যাবে আরও দূর।”এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ আব্দুর রাহিম, নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া তাসনিম সারা, সাব্বির জাহান মাহিম, শাহাদাত হোসেন হায়াত। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শেষে তরুণদের দায়িত্বশীল ভূমিকা ও সৃজনশীল সমাজ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 






















