
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উদ্যাপন করা হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫। দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান জেলার প্রশাসন ভবনকে উৎসবমুখর করে তোলে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াসিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ।বেগম রোকেয়ার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা উপস্থাপন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার। তিনি রোকেয়ার শিক্ষাবিস্তারে অসামান্য অবদান, নারী জাগরণে তাঁর অদম্য প্রচেষ্টা এবং মুসলিম নারীর সমাজ পরিবর্তনে তাঁর নেতৃত্ব তুলে ধরেন।বেগম রোকেয়া-নারী জাগরণের অগ্নিশিখা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০–১৯৩২) ছিলেন উপমহাদেশের নারী শিক্ষার পথিকৃত, লেখক, সমাজসংস্কারক এবং নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত। তিনি নারীদের শিক্ষা ও অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। ১৯১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’, যা মুসলিম মেয়েদের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করে। তাঁর রচিত সুলতানার স্বপ্ন, মতিচুর, অবরোধবাসিনী আজও নারীর মুক্তি ও প্রাপ্য অধিকার নিয়ে আলোচনার প্রেরণার উৎস। বেগম রোকেয়ার সম্মানে প্রতি বছর ৯ ডিসেম্বর জাতি উদযাপন করে “বেগম রোকেয়া দিবস”—নারী উন্নয়ন ও সমতার প্রতীকী দিন হিসেবে। অদম্য নারীদের সংবর্ধনা দিনব্যাপী অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন সাফল্যবান নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন। নারীরা কেউ উদ্যোক্তা, কেউ সমাজসেবক, কেউ শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী-প্রত্যেকেই তাঁদের দৃঢ় মনোবল, অধ্যবসায় ও জীবনসংগ্রামের গল্প দিয়ে উপস্থিতদের অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, সম্মাননা প্রাপ্ত নারীদের পরিবারবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবসের এ আয়োজন নারীর ক্ষমতায়ন, অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। “অদম্য নারী পুরস্কার”-২০২৫ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারী’ হয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপ নগর গ্রামের মোঃরহযরত আলীর মেয়ে মোসাঃ শরিফা খাতুন,শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার চকটোলা গ্রামের মোঃ ইয়াসিন আলীর মেয়ে মোসাঃ নিসাতারা খাতুন। সফল জননী নারী গোমস্তাপুর উপজেলার কাজিগ্রাম গ্রামের মোঃ নওসাদ আলীর মেয়ে মোসাঃ রোকেয়া বেগম।নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার ময়ামারী গ্রামের নাজির হোসেনের মেয়ে মোসাঃ নাজিমা খাতুন।সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মোঃ সোহেল রানার মেয়ে সুমাইয়া ইসলাম।”অদম্য নারী পুরস্কার”-২০২৫ কর্মসূচির আওতায় সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারী হয়েছেন নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের মোঃ খাইরুল ইসলামের মেয়ে মোসাঃখালেদা খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী গোবরাতলা ইউনিয়নের দক্ষিণ চরি মির্জাপুর গ্রামের মোঃ দুরুল হুদার মেয়ে মোঃ রহিমা খাতুন।
নিজস্ব প্রতিবেদকঃ 





















