ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ- মামলা নিতেই অনীহা পুলিশের

নির্যাতনে স্বীকার প্রতিবন্ধী নারী মৌসুমী

নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামে এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত মৌসুমী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে।ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা দেন।স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সকালে মাহাবুর ইসলাম ও স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর পাপ্পি, মো. রাজার ছেলে নয়ন আলীকে সঙ্গে নিয়ে মাহাবুরের ওপর হামলা চালায়। হামলাকারীরা মাহাবুরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে।এ সময় ছোট বোন প্রতিবন্ধী মৌসুমী খাতুন ভাইকে বাঁচাতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সংবাদ সম্মেলনে ভাই মাহাবুর ইসলাম অভিযোগ করেন, “আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।”অভিযুক্ত নয়ন আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, “প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ- মামলা নিতেই অনীহা পুলিশের

প্রকাশের সময়ঃ ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামে এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত মৌসুমী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে।ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা দেন।স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সকালে মাহাবুর ইসলাম ও স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর পাপ্পি, মো. রাজার ছেলে নয়ন আলীকে সঙ্গে নিয়ে মাহাবুরের ওপর হামলা চালায়। হামলাকারীরা মাহাবুরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে।এ সময় ছোট বোন প্রতিবন্ধী মৌসুমী খাতুন ভাইকে বাঁচাতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সংবাদ সম্মেলনে ভাই মাহাবুর ইসলাম অভিযোগ করেন, “আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।”অভিযুক্ত নয়ন আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, “প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”