
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্য দিবালোকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে থানায় মামলাটি দায়ের হয়।
মামলার আসামিরা হলেন রায়গঞ্জের ধানগড়া মহল্লার আব্দুস সালামের ছেলে তৌকির আহমেদ স্বপন (৩৯), তার সহযোগী কামরুজ্জামান বাবুর ছেলে মো. প্রান্ত (২৫), বেতুয়া পূর্বপাড়ার দেরাজ আলীর ছেলে মো. শাহিন (২৬) এবং মহেশপুর গ্রামের আবু আক্তারের ছেলে মো. তানভীর (২৩)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ব্যবসায়ী নুরুল ইসলামের কাছে তৌকির আহমেদ স্বপন দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তাকে ভয়ভীতি দেখানো হয়। রবিবার দুপুরে ব্যবসায়ীর ছেলে আসাদুল ইসলাম ৪ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় তৌকির আহমেদ স্বপন ও তার সহযোগীরা ধানগড়া বাসস্ট্যান্ড মোড়ে আসাদুলের গতিরোধ করে তাকে মারধর করে এবং ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদস্বরূপ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে ব্যবসায়ী নুরুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে সোমবার দুপুর পর্যন্ত আসামিদের গ্রেপ্তার বা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
দৈনিক অধিকার ডেস্ক 





















