
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি সেশনে ৪৯ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত বছর ২০২৪-এ একই কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
রবিবার (১৪ ডিসেম্বর) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পায়। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৬ জন মেয়ে এবং ১৩ জন ছেলে। তারা ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, কুষ্টিয়া, নোয়াখালী, নওগাঁ, দিনাজপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া, কিছু শিক্ষার্থী ডেন্টাল ইউনিটেও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।
কলেজ সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭০ জন শিক্ষার্থী।
৪৯ জন শিক্ষার্থীর মেডিক্যাল কলেজে ভর্তি সুযোগ পাওয়ার পর, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, “আমাদের কলেজের সুশৃঙ্খল পরিবেশ, কঠোর তদারকি এবং শিক্ষকদের আন্তরিকতা কারণে প্রতিবছরই এইচএসসি ও ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল আসে।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।”
কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান বলেন, “মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জীববিদ্যার গুরুত্ব অনেক বেশি, তাই আমরা শিক্ষার্থীদের জীববিদ্যার সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানোর জন্য বিশেষ মনোযোগ দিই।”
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথমে এর নাম ছিল সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। পরে ১৯৭৭ সালে এটি সৈয়দপুর সরকারি কারিগরি বিজ্ঞান কলেজ নামে পরিচিত হয়। ২০১৯ সালে কলেজটির নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখা হয়।
দৈনিক অধিকার ডেস্ক 





















