
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি শিবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কাজল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প ও হস্তশিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নায়েবে আমীর আব্দুল মান্না, উপজেলা সেক্রেটারি মো. বাবুল হোসেন, শিবগঞ্জ পৌর আমীর আবু বাক্কারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 




















