ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

হামলা ও অগ্নিসংযোগ হওয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে হারুনুর রশীদ-‘মবের ঘটনায় প্রশাসনিক দুর্বলতা খতিয়ে দেখা দরকার’

হামলা ও অগ্নিসংযোগ হওয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন।ছবি

ট্রাকচাপায় দুই তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ বক্স পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

শনিবার দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি এবং বিশ্বরোড মোড়ের ট্রাফিক পুলিশ বক্স পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির দুটি ব্যাটালিয়ন ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা হয়েছে। এরপরও যদি এ ধরনের মব সৃষ্টি হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা প্রতিরোধে বিলম্ব দেখা যায়, তাহলে প্রশাসনিক কোনো দুর্বলতা আছে কি না—তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মূল দায়িত্ব। যারা এ ধরনের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এভাবে মব সৃষ্টি করে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে কোনো দেশ এগিয়ে যেতে পারে না, দেশ চলতে পারে না। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল বারেকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামলা ও অগ্নিসংযোগ হওয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে হারুনুর রশীদ-‘মবের ঘটনায় প্রশাসনিক দুর্বলতা খতিয়ে দেখা দরকার’

প্রকাশের সময়ঃ ১০:০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ট্রাকচাপায় দুই তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ বক্স পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

শনিবার দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি এবং বিশ্বরোড মোড়ের ট্রাফিক পুলিশ বক্স পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির দুটি ব্যাটালিয়ন ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা হয়েছে। এরপরও যদি এ ধরনের মব সৃষ্টি হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা প্রতিরোধে বিলম্ব দেখা যায়, তাহলে প্রশাসনিক কোনো দুর্বলতা আছে কি না—তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মূল দায়িত্ব। যারা এ ধরনের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এভাবে মব সৃষ্টি করে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে কোনো দেশ এগিয়ে যেতে পারে না, দেশ চলতে পারে না। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল বারেকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।