ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

শিবগঞ্জ সীমান্তে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকা থেকে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভিদরে কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।
এঙ্গলবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। চোরাচালানকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে ঢোকার সম্ভাবনায় বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত চলে যেতে থাকলে তাকে ধরতে গেলে সেই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ১১:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকা থেকে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভিদরে কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।
এঙ্গলবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। চোরাচালানকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে ঢোকার সম্ভাবনায় বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত চলে যেতে থাকলে তাকে ধরতে গেলে সেই ব্যক্তি তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।