ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সিক্যুয়ালের আগে জাপানে মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’

২০২৩ সালের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। মুক্তির পর থেকেই বিতর্ক, সমালোচনা ও প্রশংসা—সব মিলিয়ে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রণবীর কাপুর অভিনীত এই ছবি।

সমালোচনা থাকলেও বাণিজ্যিক সাফল্যে কোনো ঘাটতি ছিল না। মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই ‘অ্যানিম্যাল’ জায়গা করে নেয় ২০২৩ সালের শীর্ষ পাঁচ ব্লকবাস্টারের তালিকায়।

এবার ছবিটি নতুন এক মাইলফলকের পথে এগোচ্ছে। সিক্যুয়াল ‘অ্যানিম্যাল পার্ক’ মুক্তির আগেই জাপানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘অ্যানিম্যাল’ জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি।

এরই মধ্যে জাপানে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে মুক্তি পেয়েছে ‘বাহুবলী’, যেখানে উপস্থিত ছিলেন প্রভাস। এই ধারাবাহিকতায় ‘অ্যানিম্যাল’-এর জাপান প্রিমিয়ারে রণবীর কাপুর উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জাপানে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তা আন্তর্জাতিক বাজারে দেশের চলচ্চিত্র শিল্পকে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতে সহায়ক হবে।

উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আগেই জানিয়েছেন, ২০২৭ সালে বড় পরিসরে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল পার্ক’। রণবীর কাপুরের ব্যস্ত সূচির কারণে ২০২৬ সাল থেকে সিক্যুয়ালের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, পরবর্তী কিস্তিতে আরও বড় তারকাসমাবেশ দেখা যাবে।

জনপ্রিয় সংবাদ

সিক্যুয়ালের আগে জাপানে মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’

প্রকাশের সময়ঃ ০১:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

২০২৩ সালের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। মুক্তির পর থেকেই বিতর্ক, সমালোচনা ও প্রশংসা—সব মিলিয়ে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রণবীর কাপুর অভিনীত এই ছবি।

সমালোচনা থাকলেও বাণিজ্যিক সাফল্যে কোনো ঘাটতি ছিল না। মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই ‘অ্যানিম্যাল’ জায়গা করে নেয় ২০২৩ সালের শীর্ষ পাঁচ ব্লকবাস্টারের তালিকায়।

এবার ছবিটি নতুন এক মাইলফলকের পথে এগোচ্ছে। সিক্যুয়াল ‘অ্যানিম্যাল পার্ক’ মুক্তির আগেই জাপানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘অ্যানিম্যাল’ জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি।

এরই মধ্যে জাপানে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে মুক্তি পেয়েছে ‘বাহুবলী’, যেখানে উপস্থিত ছিলেন প্রভাস। এই ধারাবাহিকতায় ‘অ্যানিম্যাল’-এর জাপান প্রিমিয়ারে রণবীর কাপুর উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জাপানে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তা আন্তর্জাতিক বাজারে দেশের চলচ্চিত্র শিল্পকে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতে সহায়ক হবে।

উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আগেই জানিয়েছেন, ২০২৭ সালে বড় পরিসরে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল পার্ক’। রণবীর কাপুরের ব্যস্ত সূচির কারণে ২০২৬ সাল থেকে সিক্যুয়ালের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, পরবর্তী কিস্তিতে আরও বড় তারকাসমাবেশ দেখা যাবে।